কেষ্ট যতদিন ফিরে না আসছে, ততদিন লড়াই তিনগুণ বাড়বে বীরভূমে ৷ আবারও অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বীরভূমের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বীরের সম্মান দিয়ে কেষ্টকে বের করে নিয়ে আসুন ৷ আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন হয় ৷ সেই অধিবেশনে মন্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী একহাত নেন বিজেপিকে ৷