কলকাতা

রেণুর জন্য শুধু চাকরি নয় কৃত্রিম হাতেরও ব্যবস্থা করবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নার্স হিসেবে সরকারি চাকরি পাওয়ায় হাতের কব্জি কেটে নিয়েছিল স্বামী৷ পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা সেই রেণুু খাতুনের পাশে দাঁড়ালো রাজ্য সরকার৷ এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, হাত না থাকলেও যাতে কাজের অসুবিধা না হয়, রেণুর জন্য সেরকম কাজেরই ব্যবস্থা করা হবে৷ পাশাপাশি, রেণুর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কৃত্রিম হাতেরও ব্যবস্থা করা হবে৷ দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে রেণুর চিকিৎসার যাবতীয় খরচও বহন করবে রাজ্য৷ শুধু তাই নয়, প্রয়োজনে রেণুর আরও উন্নত চিকিৎসার ব্যবস্থাও করবে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য সাথীর কার্ড থাকলেও দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে তা গ্রহণ করা হয়নি৷ কেন ওই হাসপাতালে স্বাস্থ্য সাথীর কার্ড নেওয়া হল না, তা খতিয়ে দেখার জন্য তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷