কলকাতা

করণ আদানিকে আনুষ্ঠানিক ভাবে তাজপুর বন্দরের ইচ্ছাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

বুধবার নিউটাউনের ইকোপার্কে আয়োজতি হয়েছিল বিজয়া সম্মিলনী৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেখানেই করণ আদানির হাতে লেটার অফ ইনটেন্ড বা ইচ্ছাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী নিজে হতেই তাজপুর বন্দর করার জন্য ইচ্ছাপত্র আনুষ্ঠানিক ভাবে তুলে দিলেন। কিছুদিন আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তাজপুর পোর্ট আদানি গোষ্ঠীকে দেওয়া হবে। তার পর আজই এই কলকাতায় আসেন করণ আদানি। বিকেলে ইকোপার্কের অনুষ্ঠানে এই ইচ্ছাপত্র তুলে দেওয়া হয়৷ বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিরোধীদের বার্তা মমতার । একইসঙ্গে দুর্গাপুজো কার্নিভাল নিয়ে বিরোধীদের যে প্রচার তা খারিজ করে দিয়ে মমতার বক্তব্য, দুর্গাপুজো কার্নিভাল নিয়ে কেউ কেউ প্রশ্ন করেছিল। কিন্তু এবার দুর্গাপুজোয় প্রায় ৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এর অধিকাংশ ক্ষেত্রেই অর্থ সরাসরি গরীব মানুষের কাছে গিয়েছে, তাই এই লেনদেন

ভীষণ গুরুত্বপূর্ণ। কেবল বিরোধীদের তোপ দেগেই এদিন ক্ষান্ত থাকেননি, বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বেশ কিছু উল্লেখযোগ্য ঘোষণাও করেছেন ৷ মমতা জানিয়েছেন, এই মুহূর্তে দেশের শিল্প-বাণিজ্যমহলের নজর বাংলার দিকে। একদিকে যেমন তাজপুর বন্দর গড়ে তুলছেন আদানিরা, একইভাবে ডানকুনি থেকে অমৃতসর পর্যন্ত ফ্রেড করিডোর তৈরি হচ্ছে। এই ফ্রেড করিডোর যে অঞ্চল দিয়ে যাবে সেই এলাকার চেহারা বদলে যাবে। এছাড়া পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার প্রকল্পেরও অগ্রগতি হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, জঙ্গলমহলকে কেন্দ্র করে প্রায় ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে । উল্লেখ্য, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এদিন নিজের হাতে ‘তাজপুর বন্দর ইচ্ছাপত্র’ তুলে দেন আদানি গোষ্ঠীর হাতে । ছিলেন শিল্পসচিব বন্দনা এবং শিল্পমন্ত্রী শশী পাঁজাও ।