দেশ

মমতাকে ফোন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রীর, সর্বভারতীয় কূটনৈতিক দলে তৃণমূলের প্রতিনিধি অভিষেক, আন্তর্জাতিক মঞ্চে বলবেন দেশের কথা

আপাতত বিতর্কে ইতি । গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিভিন্ন দেশে কেন্দ্রীয় সরকার যে প্রতিনিধি দল পাঠাতে চেয়েছে, তাতে অংশগ্রহণ করতে তৃণমূল কংগ্রেসের কোনও আপত্তি নেই । তবে দলকে উপেক্ষা করে একতরফা ভাবে প্রতিনিধি বেছে নেওয়ায় তাঁদের আপত্তি রয়েছে ৷ এরপর কেন্দ্রের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয় । তিনি রাজিও হয়েছেন প্রতিনিধি পাঠাতে । তবে ইউসুফ পাঠান নয়, তৃণমূলের প্রতিনিধি হিসাবে সর্বদলীয় প্রতিনিধি দলে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দলের তরফে আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে । এদিন এই প্রতিনিধিদল প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া সাইটে লেখা হয়েছে, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধিদলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন । সন্ত্রাসবাদ নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দলের অংশ হবেন তিনি ।” পোস্টে আরও লেখা হয়েছে যে, “যখন গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকির মোকাবিলায় একত্রিত হতে হবে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি এই আলোচনায় দৃঢ়তা ও স্পষ্টতা – উভয়ই আনবে । তাঁর উপস্থিতি শুধু বাংলার সন্ত্রাসবিরোধী দৃঢ় অবস্থানকে তুলে ধরবে না, বরং আন্তর্জাতিক পরিসরে ভারতের সম্মিলিত কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবে ।” জানা গিয়েছে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজেজু নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন । মুখ্যমন্ত্রী তখন তাঁকে জানিয়ে দেন যে, এই বিষয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধান্ত জানিয়ে দেবেন । এরপরই দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সফরের জন্য বেছে নেন বলে জানা গিয়েছে । ফলে ইউসুফ পাঠান নয়, সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।