অসুস্থ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে দেখতে বৃহস্পতিবার রাতে এসএসকেএম হাসপাতালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, গত মঙ্গলবার থেকেই আচমকা প্রবল জ্বরে শয্যাশায়ী কার্তিক বন্দ্যোপাধ্যায়ের পুত্র আবেশ। আপাতত এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি সে। এদিন ভাইপোর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মমতা। নবান্ন থেকে ফেরার পথেই এসএসকেএমে ঢুঁ মারেন তিনি। সেখানে বেশ কিছুক্ষণ থাকেন। চিকিত্সকদের কাছেও খোঁজ খবর নেন। চিকিত্সকরা অবশ্য মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, দুঃশ্চিন্তার কোনও কারণ নেই। ইতিমধ্যেই আবেশের চিকিত্সায় গড়া হয়েছে মেডিক্যাল বোর্ড। তাঁকে দেখছেন চিকিত্সক সোমনাথ কুণ্ডু ও মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষ।