কলকাতা

আচমকা নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অফিস পরিদর্শন মুখ্যমন্ত্রীর, বহু কর্মী অনুপস্থিত থাকায় ক্ষোভপ্রকাশ

নবান্নে আচমকা স্বরাষ্ট্র দফতরের অফিস পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার এই সারপ্রাইজ ভিজিট করেন তিনি।  মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দফতরের এবং পার্বত্য বিষয়কও দফতরে ঘুরে ঘুরে কর্মীদের উপস্থিতির ও কাজের পরিবেশও খতিয়ে দেখেন তিনি। কয়েক জন কর্মীর সঙ্গে কথা বলে কাজ নিয়ে তাঁদের মতামতও জানতে চান মুখ্যমন্ত্রী। তবে এই পরিদর্শনে মুখ্যমন্ত্রীর নজরে আসে দুই দফতরের কর্মীদের অনুপস্থিতি। মুখ্যমন্ত্রী জানতে চান এত কম হাজিরা কেন? এমনিতেই আজকের দিনটায় কোনও ছুটি নেই । সাধারণ কাজের দিনে সরকারি কর্মচারীদের হাজিরা এত কম হওয়া নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেন তিনি । দফতরের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী জানতে পারেন, বুধবার সাড়ে ১২টা পর্যন্ত মাত্র ২৫ শতাংশ কর্মী হাজির হয়েছেন। সেখানে বহু কর্মী অনুপস্থিত থাকায় ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মিনিট দশেক পরিদর্শনের পর নিজের দফতর ১৪ তলায় চলে যান মুখ্যমন্ত্রী। গত ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের আগেই রাজ্য সরকারের তরফে ধর্মঘট সমর্থনকারীদের কড়া বার্তা দিয়েছিল মুখ্যমন্ত্রীর প্রশাসন। জানানো হয়েছিল উপযুক্ত কারণ ছাড়া গরহাজির থাকলে এক দিনের বেতন, এমনকি চাকরি জীবন থেকে একদিন বাদ চলে যাবে। বিজ্ঞপ্তিতে ‘ব্রেক ইন সার্ভিসের’ কথাও উল্লেখ করেছিল অর্থ দফতর। সেই অনুযায়ী শুরু হচ্ছে শোকজ়ের প্রক্রিয়া সোমবার। ১৩ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন থেকে অর্থ দফতর সরকারি কর্মীদের অনুপস্থিতির কারণ তিন দিনের মধ্যে জানাতে বলেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ধর্মঘটের দিন অনুপস্থিত কর্মচারীদের লিখিত ভাবে জানাতে হবে, কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না। সন্তোষজনক উত্তর না এলে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে ওই নোটিসে। আর তার পরেই মুখ্যমন্ত্রী এমন আচমকা পরিদর্শনে সঙ্গে কঠোর পদক্ষেপের গন্ধ পাচ্ছে সরকারি কর্মচারীদের একাংশ।