দেশ

অভিষেককে সঙ্গী করে বিধানসভা ভোটের প্রচারে আগরতলায় তৃণমূল সুপ্রিমো

বিধানসভা ভোটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে সোমবার বিকেলে আগরতলায় পৌঁছেছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেত্রীকে স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। বিমানবন্দর থেকেই মাতা বাড়ির ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশে রওনা হন মমতা বন্দ্যোপঅধ্যায়। পুজো দেওয়ার পরে হোটেলে পৌঁছে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিমানবন্দরে পৌঁছনোর পরেই সাংবাদিকদের মমতা বলেন, ‘ত্রিপুরা আমার কাছে নতুন কিছু নয়। ত্রিপুরার সঙ্গে বাংলার সম্পর্ক দীর্ঘদিনের। ত্রিপুরাবাসীরা আমাদের কাছে আপনজন। এটা আমার কাছে সেকেন্ড হোম। ত্রিপুরার মানুষের খাদ্যাভাস, ভাষার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক। ত্রিপুরার সমতলের বাসিন্দাদের যেমন আমি ভালবাসি, তেমনই পাহাড়বাসীকেও আমি ভালবাসি। যখন কেউ ছিল না, তখন  বিজেপির অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। অন্য কোনও রাজ্যনৈতিক দল যখন ভয়ে বিজেপির বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না, তখন আমরাই আন্দোলন করেছিলাম। আর বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নির্মম অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের।’ এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ভারপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব।  আগামিকাল বুধবারই আগরতলা শহরে দলীয় প্রার্থীদের সমর্থনে বিশেষ রোড শো রয়েছে তৃণমূল সুপ্রিমোর।