জেলা

সাগরদিঘী বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন বামফ্রন্টের

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। সেই আসনে উপ নির্বাচন হচ্ছে ২৭ ফেব্রুয়ারি। মেঘালয়, নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের দিন সাগরদিঘির উপনির্বাচন। সেখানে প্রার্থী দিয়েছে কংগ্রেস । তাকে সমর্থনের জন্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই চিঠি দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। পঞ্চায়েত ভোটের আগে এই রাজ্যেও জোটের ইঙ্গিত ছিল!  কংগ্রেস চেয়েছিল, ওই কেন্দ্রে যেন বামেরা প্রার্থী না দেয়। কংগ্রেসের অনুরোধ মেনেই সাগর দিঘিতে প্রার্থী দিল না বামফ্রন্ট। কংগ্রেস প্রার্থীকেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বামেরা। কংগ্রেসের অনুরোধ ছিল, সেখানকার বাম সমর্থকদের যেন তাদের প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলে সিপিএম । বামফ্রন্ট তাদের সিদ্ধান্তের কথা লিখিতভাবে কংগ্রেসকে জানিয়ে দিয়েছে। অধীরও বামফ্রন্টকে এর জন্য অভিনন্দন জানিয়েছেন। সোমবার মুর্শিদাবাদে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রী বায়রণ বিশ্বাসকে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অনুরোধে বামফ্রন্ট কোনও প্রার্থী দিল না। এই কেন্দ্রে বাম- কংগ্রেস জোট নির্বাচনী লড়াইয়ে সামিল। জোটের ডাকে সাড়া দেওয়ায় প্রদেশ কংগ্রেস কমিটি বামফ্রন্টকে অভিনন্দন জানিয়েছে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে চিঠি দিয়েছেন।