কলকাতা

সোশ্যাল সার্ভিস ও উচ্চশিক্ষায় অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে ডিলিট দিল সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি

দ্বিতীয়বার সাম্মানিক ডিলিট পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্মানিক ডিলিট দিল সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। সোশ্যাল সার্ভিস ও উচ্চশিক্ষায় তাঁর অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হল সাম্মানিক ডিলিট।মুখ্যমন্ত্রীর হাতে সাম্মানিক ডি-লিট তুলে দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সম্মান গ্রহণের পর মুখ্যমন্ত্রী জানান, তিনি এই ডিগ্রি সাধারণ মানুষদের উদ্দেশে উৎসর্গ করছেন। কারণ তাঁর কথায়, ‘মানুষই আমার সব। মানুষকে ছাড়া আমি কিছু নই।’ আরও বলেন, ‘এই সম্মান একটা অনুপ্রেরণা। এই সম্মান আমায় মনে করিয়ে দেবে, আমি যেন কখনও মাথা নিচু না করি।’ একইসঙ্গে রাজ্য সরকারের তরফে মাদার টেরেসার নামে একটি চেয়ারেরও প্রস্তাব দেন তিনি। ওদিকে মুখ্যমন্ত্রীর সাম্মানিক ডিলিট পাওয়া নিয়ে রাজ্য়পাল সি ভি আনন্দ বোস বলেন, একজন যোগ্য ব্যক্তি হিসেবেই এই সম্মান পেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। একজন যোগ্য মহিলা নেত্রী তিনি। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ‘সাংবিধানিক সহকর্মী’ বলে সম্বোধন করেন রাজ্যপাল। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।