কলকাতা

নাগেরবাজার থেকে গোলপার্ক পর্যন্ত ২২১ রুটের বাস বন্ধ

নাগেরবাজার থেকে গোলপার্ক পর্যন্ত ২২১ রুটের বাস চলাচল সোমবার সকাল থেকে বন্ধ। যার জেরে সমস্যায় বাস যাত্রীরা। সপ্তাহের শুরুর দিনে বাস পরিষেবা বন্ধ হওয়ার ফলে চরম ভোগান্তিতে বাসযাত্রীরা। এদিন সকাল থেকেই নাগেরবাজারে ২২১ বাস রুটের বাসস্ট্যান্ডে যাত্রীরা পৌছালে দেখতে পায় বাস পরিষেবা বন্ধ। যার জেরে সমস্যায় পড়েছে যাত্রীরা। যদিও বাস চালক ও কন্ডাক্টরদের দাবি, গতকাল শ্যামনগরে এক পিকনিকে নিয়ে গিয়েছিল মালিকপক্ষ। সেখানে তাদের মারধর করা হয়। এমনকি গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এখানেই শেষ নয় পিকনিক সেরে অঞ্চলে ফিরে আসার পরও তাদের মারধর করা হয়। এমনকি ডায়াবেটিস আক্রান্ত এক বাস চালককে মারধর করা হয়। তাদের আরও দাবি, প্রায় সময় মালিকপক্ষের এই অত্যাচারের শিকার হতে হয় তাদের। এছাড়াও তাদের বকেয়া অর্থ দেওয়া হচ্ছে না, যার জেরে বাস পরিষেবা বন্ধ রেখেছেন তারা। যতক্ষণ না তাদের সমস্ত দাবি মানা হবে, ততক্ষণ তারা বাস পরিষেবা বন্ধ রাখবেন। যদিও মালিক পক্ষের দাবি, পিকনিকে(Picnic) কোন গন্ডগোল হলে তা অবাঞ্ছিত, শ্রমিকদের বোঝানো হচ্ছে তারা যেন বাস চালায় এবং তাদের যা সমস্যা আছে তা আলোচনার মাধ্যমে মেটানো হবে।