নরেন্দ্র মোদি সরকারের কাছ থেকে বিপুল টাকা পাওনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। বারবার সেকথা বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের একাধিক নেতা। পাওনা আদায়ে দিল্লিতে ধরনাও দিয়েছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা। এবার সেই বিপুল টাকা দাবি আগামিকাল দিল্লির যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটা নবান্ন সূত্রে খবর। মোট দাবি ১ লাখ ৭১ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় কর-এ রাজ্যের ভাগ এমনকি প্রাকৃতিক দুর্যোগে প্রাপ্ত বকেয়া টাকাও তাঁর দাবির মধ্যে রেখেছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বচনের পর এই প্রথম দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছ থেকে একশো দিনের পাওনা বাবদ ৯০০০ কোটি টাকা পাবে রাজ্য সরকার। আবাস যোজনায় প্রাপ্য ৮৪০০ কোটি টাকা। গ্রামীন সড়ক যোজনায় ৬০০০ কিলোমিটার রাস্তার প্ল্যান দেওয়া রয়েছে কেন্দ্রের কাছে। প্রতি কিলোমিটারে খরচ ৬২০০০ টাকা হিসেবে ৬ হাজার কিলোমিটারের অনুদান পড়ে রয়েছে। কেন্দ্রীয় অনুদানের পাওনা ৩৪৬৮৪ কোটি টাকা দাবি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় করের রাজ্যের ভাগ হিসেবে পাওনা ৯২৯০০ কোটি টাকাও দাবি করবেন মমতা। ইয়াস দুর্যোগ বাবদ প্রাপ্য প্রায় ৪০ হাজার কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছে। প্রত্যেকটি খাতে পাওনা আলাদা করে হিসেব লিখে কেন্দ্রের কাছে জমা দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, লোকসভা নির্বচনের পরে প্রথমবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা। এর আগে বহুবার নীতি আয়োগের বৈঠক বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার বৈঠকে যোগ দিচ্ছেন। গুরুত্বপূর্ণ বিষয় হল এবার নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন ইন্ডিয়া ব্লকের কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা। ইন্ডিয়া জোটের ওইসব নেতারা নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দেওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দিল্লি গিয়ে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা। বর্তমান রাজনৈতিক প্রক্ষাপটে কোন পথে সরকারকে আক্রমণ তার একটা রূপরেখা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।