কলকাতা

‘গরীব মানুষ এবং দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করুন, দেশকে বিপর্যয়ের মুখ থেকে বাঁচান’, রাষ্ট্রপতিকে আর্জি মমতার

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নাগরিক সংবর্ধনা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাষ্ট্রপতি মুর্মুর হাতে দুর্গামূর্তি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একে একে স্মারক তুলে দেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। সরকারের প্রতিনিধি ছাড়াও উপস্থিত সংবাদমাধ্য়মের প্রতিনিধিরাও।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলা মানে মানবতা। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, ‘আপনি মহিলা মুখ্যমন্ত্রী। আমি বলি না। আমি মানুষ।’’ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতিকে বলেন, আপনি সংবিধানের মাথা। আপনার কাছে আবেদন – আপনি এই দেশের সংবিধানকে রক্ষা করুন। গরীব মানুষ এবং দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করুন। এই দেশকে বিপর্যয়ের মুখ থেকে বাঁচান। রাষ্ট্রপতির কাছে মুখ্যমন্ত্রীর আর্জি। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে। সকলকে ও সমস্ত ধর্ম, জাতি এবং সমাজের সমস্ত স্তরের মানুষের জন্য কাজ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রসংশা করেন রাষ্ট্রপতি।