দেশ

সাংসদ পদ খারিজের পর এবার বাংলো ছাড়ার নোটিস পেলেন রাহুল গান্ধি

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর এবার সরকারি বাংলো ছাড়ার নোটিস পেলেন তিনি। সোমবার রাহুলকে লোকসভার হাউজিং কমিটি সেই নোটিস দিয়েছে। সুরাতের আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় লোকসভার সদস্যপদ খারিজ হয় রাহুল গান্ধীর। লোকসভার সচিবালয়ের তরফে এক চিঠিতে শুক্রবার জানিয়ে দেওয়া হয়, কেরলের ওয়েনাড়ের লোকসভা সদস্য রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করা হল। ২৩ মার্চ আদালতে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় এই সিদ্ধান্ত। ২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ ছিলেন রাহুল। সরকারি নিয়ম অনুযায়ী থাকার জন্য পেয়েছিলেন বাংলো। দিল্লির ১২ তুঘলক রোডে রাহুলের জন্য বরাদ্দ করা হয়েছিল ওই সরকারি বাংলো। সাংসদ পদ খারিজের পর এবার সেটি ছাড়ার নোটিস দেওয়া হল রাহুল গান্ধিকে। কংগ্রেসের অভিযোগ, রাহুলকে বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা করছে বিজেপি।