কলকাতা এবছর ২১ জুলাইয়ে ভার্চুয়াল বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় Posted on July 3, 2020 Author বঙ্গনিউজ Comments Off on এবছর ২১ জুলাইয়ে ভার্চুয়াল বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় করোনার জেরে এবছরের ২১ জুলাই বাতিল ধর্মতলার জনসভা । দূর থেকেই কর্মীদের বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভার্চুয়াল বক্তব্য রাখবেন তিনি । ধর্মতলায় শহিদ স্মরণে শুধুমাত্র তৈরি হবে শহিদ বেদী ।