দেশ

‘ইস্তফা দিচ্ছি না’, দিল্লির শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে টুইট মণিপুরের মুখ্যমন্ত্রীর

দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলেও সমর্থকদের দাবি মেনে ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন  মণিপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। শুক্রবার বেশ কয়েক ঘন্টা ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যের বর্তমান সঙ্কটজনক মুহুর্তে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। কর্মী-সমর্থকদেরও শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইস্তফা না দিয়ে কার্যত বিজেপির শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। গত ৫৯ দিন ধরে জাতি হিংসায় জ্বলছে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন ৬০ হাজারের বেশি পরিবার। সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। টানা ৫৯ দিন ধরে চলা গৃহযুদ্ধ বন্ধ করতে না পারায় অশান্তির দায় কাঁধে নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে বীরেন সিংকে সরে দাঁড়ানোর জন্য বৃহস্পতিবার রাতেই নির্দেশ দিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেই নির্দেশ পেয়েই রাজ্যপালের কাছে সময় চেয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। প্রথমে দুপুর একটায় সাক্ষাতের সময় দেওয়া হয়েছিল। পরে পরিবর্তন করে তিনটে করা হয়। ইস্তফাপত্র তৈরি করেও রেখেছিলেন বীরেন সিং। কিন্তু তাঁদের প্রিয় নেতা পদত্যাগ করতে যাচ্ছেন শোনার পরেই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়ে মানবশৃঙ্খল তৈরি করেন কয়েক হাজার সমর্থক। তার মধ্যে প্রচুর পরিমাণ মহিলাও রয়েছেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য তড়িঘড়ি করে রাজধানী ইম্ফলে ফের কার্ফু জারি করেছে প্রশাসন। কিন্তু তাতেও দমানো যায়নি মুখ্যমন্ত্রীর সমর্থকদের। বীরেন সিংয়ের সরকারি বাসভবনের সামনে জড়ো হয়ে মানবশৃঙ্খল তৈরি করে পথরোধ করেছেন তাঁরা।বেশ কয়েকজন সমর্থক ও মন্ত্রী বাসভবনের ভিতরে গিয়ে মুখ্যমন্ত্রীর ইস্তফাপত্র ছিড়ে ফেলেন। আর তার পরেই ইস্তফা না দেওয়ার কথা গোষণা করেন বীরেন সিং।