মণিপুরে আগামী ৭২ ঘণ্টা গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীর পরবর্তী পরিকল্পনা প্রস্তুত, হিংসার ঘটনা সামাল দিতে তৎপর প্রশাসন। মণিপুরে ‘শ্যুট অ্যাট সাইট’-এর নির্দেশ রাজ্যপালের। সেনা সূত্রে খবর, হিংসার জেরে আগামী ৪৮ ঘন্টা বাতিল করা হয়েছে ট্রেন চলাচল। সেনা সূত্রে খবর, পরবর্তী দুই-তিন দিন আরও বেশি গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কেন্দ্র রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রাজ্যজুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। রাজ্যের আইনশৃঙ্খলা দায়িত্বে থাকা একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন কেন্দ্র মুম্বই, ঝাড়খণ্ড এবং গুজরাট থেকে র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) ছয়টি কোম্পানি এবং দিল্লি ও পাঞ্জাব থেকে ৬ কোম্পানি সিআরপিএফ এবং বিএসএফ-পাঠিয়েছে। হিংসার ঘটনায় ৮ জেলায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা আদেশ অনুসারে, আইনশৃঙ্খলা বজায় রাখতে বৃহস্পতিবার মোট ১২কোম্পানি আধাসামরিক বাহিনী মণিপুরে পৌঁছেছে। ইতিমধ্যেই স্পর্শকাতর এলাকায় সেনা ও আসাম রাইফেলস মোতায়েন করা হয়েছে। সূত্র অনুসারে, প্রাক্তন সিআরপিএফ ডিআইজি কুলদীপ সিংকে বিশেষ বিমানে মণিপুরে পাঠানো হয়। সূত্রের খবর, কেন্দ্র আগামী ৪৮ ঘন্টার মধ্যে মণিপুরে আরও সেনা পাঠানোর পরিকল্পনা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুটি বৈঠক করেছেন এবং মণিপুর এবং এর প্রতিবেশী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।