দেশ

কেরলের এর্নাকুলামে ধর্মীয় সভা চলাকালীন পরপর তিনবার বিস্ফোরণ, মৃত ১, জখম কমপক্ষে ২৫

কেরলের এর্নাকুলামের কালামাসেরিতে ধর্মীয় সভায় ভয়াবহ বিস্ফোরণ। পরপর তিনটি বিস্ফোরণে কেঁপে উঠল ধর্মীয় সভাস্থল। আজ, রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে। এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে একজনের। জখম কমপক্ষে ২৫। যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২০০০ মানুষ। এই বিষয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা সমস্ত তথ্য জোগাড় করছি। সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ডিজিপিকে যেতে বলেছি।’ এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সামনে আসতেই উদ্বিগ্ন কেন্দ্র। ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ঘটনাস্থলে এনআইএ-এর আধিকারিক ও এনএসজি কমান্ডোদের যেতে নির্দেশ দিয়েছেন তিনি। বিস্ফোরণে জখমদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কেরল সরকার। সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ। যদিও এই বিস্ফোরণের পিছনে কাদের হাত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস। সূত্রের খবর, কোনও জঙ্গি গোষ্ঠীর তরফে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।