কলকাতা

এসএসকেএমের জরুরি বিভাগে শর্ট সার্কিট জেরে অগ্নিকাণ্ড

ফের অগ্নিকাণ্ড এসএসকেএমে। আগুন লাগল  জরুরি বিভাগের পিছনে সিটি স্ক্যান বিল্ডিংয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম ও মন্ত্রী অরূপ বিশ্বাস। দমকলের ৯ ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রোগীদের কোনও ক্ষতি হয়নি। জানা গিয়েছে, ঘড়িতে তখন সাড়ে দশটা। এদিন রাতে এসএসকেএমের জরুরি বিভাগের পিছনের যে বিল্ডিংয়ে রোগীদের সিটি স্ক্যান করা হয়, সেই বিল্ডিং থেকে ধোঁয়া বেরোতে দেখেন হাসপাতালের নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দমকলকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছন, ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে অনেকটাই। এরপর একে একে আনা হয় দমকলের ৯ ইঞ্জিন। গোটা হাসপাতাল বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের তৎপরতায় অবশ্য দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।