কলকাতা

আগামী শুক্রবার কালীঘাটে জনতা দলের নেতা কুমারস্বামীর সঙ্গে বৈঠক তৃণমূল সুপ্রিমোর

আগামী শুক্রবার কালীঘাটে জনতা দলের (এস) নেতা কুমারস্বামীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সলতে পাকাতে শুরু করেছে বিজেপি বিরোধী দলগুলি। আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে গত শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে বৈঠক করে গিয়েছেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মধ্যে। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে বিমানে চাপেন ওড়িশা যাওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি বৈঠক করার কথা রয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর যে কাজ শুরু হয়েছিল কালীঘাট থেকে অখিলেশের সঙ্গে বৈঠকের মাধ্যমে, সেই কাজের অংশ নবীনের সঙ্গে মমতার সাক্ষাৎ। শুধু তাই নয় কেন্দ্রের বিজেপি বিরোধী শক্তিকে একজোট করার লক্ষ্য নিয়ে আগামী শুক্রবার জনতা দলের (এস) নেতা কুমারস্বামীর সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো।