বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আরও কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা

 ফের কর্মী ছাঁটাই করতে চলেছে ফেসবুক, হোয়াটস্যাপ ও ইনস্টাগ্রামের মালিকানাধীন সংস্থা মেটা। সংস্থার বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাই করার জন্য প্রস্তুতি শুরু করেছে মার্ক জুকারবার্গের সংস্থা। ব্লুমবার্গ নিউজের খবর অনুযায়ী, ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটা তাদের অধীনে থাকা সমস্ত সংস্থার ম্যানেজারকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, যে বুধবার কর্মী ছাঁটাই করার জন্য প্রস্তুতি নেওয়ার। এই ছাঁটাই কার্যকর হলে ফেসবুক, হোয়াটস্যাপ ও ইনস্টাগ্রামের বহু কর্মচারি চাকরি হারাবেন। সূত্রের খবর, নতুন করে ছাঁটাইয়ের ফলে মেটার অধীনে থাকা সংস্থাগুলির ৪ হাজার কর্মী চাকরি হারাতে চলেছেন। মূলত টেকনিক্যাল টিমের কর্মীদের চাকরি যেতে চলেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত গত মার্চ মাসে ১১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণার পর এটি তৃতীয় রাউন্ডের ছাঁটাই মেটার।