দেশ

‘আমাকে কেউ অপহরণ করেনি, আমি নিজের ইচ্ছায় এসেছি’, পুলিশকে জানালেন মুকুল রায়

আমাকে কেউ অপহরন করেনি’, আমি নিজের ইচ্ছায় এসেছি, ছেলের ‘অপহরণ’ দাবি খারিজ মুকুল রায়ের। মঙ্গলবার দিল্লিতে মুকুল রায়ের হোটেলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের টিম। টিমের আধিকারিকেরা কথা বলেন মুকুল রায়ের সঙ্গে। বিধাননগরের পুলিস টিমকে নিজে এই কথা জানিয়েছেন মুকুল রায়। মুকুল রায়ের বক্তব্য শোনার পর হোটেল থেকে ফিরে যায় বিধাননগর পুলিশের টিম। প্রবীণ তৃণমূল নেতা মুকুল রায়, সোমবার রাতে ‘কিছু ব্যক্তিগত কাজে’ দিল্লিতে পৌছান। এমনকি তার পরিবার প্রাথমিকভাবে দাবি করেছিল যে তিনি ‘নিখোঁজ’ ছিলেন। পরে তাঁর ছেলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা তৃণমূল নেতাকে ব্যবহার করে নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে। তবে শুভ্রাংশু রায় এর কাছে এখনও কোন খবর ছিল না এই বিষয়ে। মুকুল রায় নিখোঁজ হওয়ার পরই ফোন করে উদ্বিগ্ন শুভ্রাংশুর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল পুত্র জানিয়েছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ফোন করে ছিলেন। বাবার খবর নিয়েছিলেন।’ শুভ্রাংশু রায়ের দাবি, মুকুল রায় আগের সেই মুকুল রায় নেই! মুকুল রায় অসুস্থ, তাই বাবাকে নিয়ে এসে আগে চিকিৎসা করাতে হবে। তারপর কোন দলে গেল তার বিচার হবে। তাঁর আরও অভিযোগ, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করার জন্যই বিজেপি এই কাজ করছে। এয়ারপোর্ট থানায় অভিযোগ করে চেস্টা করা হয়েছিল। কিন্তু ততক্ষনে বাবা ফ্লাইটে উঠে গেছে। এরপর থেকে বাবার আর কোনও খোঁজ নেই!’  মুকুল রায়ের একাধিক শারীরিক অসুবিধে রয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ দিল্লিতে যাওয়ার ফলে উদ্বিগ্ন শুভ্রাংশু। তিনি বলেন, ‘বাবার একাধিক শারীরিক সমস্যা আছে। অনেকগুলো ওষুধ তিনি খান। এখন তিনি কোথায় আছেন, ওষুধ খাচ্ছেন কি না কিছুই জানি না। আমরা চিন্তিত। উদ্বিগ্ন বাবার চিকিৎসকরাও।’

মুকুল রায়ের মঙ্গলবার নিস্তব্ধে দিল্লি গমনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার গৌরব শর্মা, ইতিমধ্যে ভৎসনার মুখে পড়েছেন। মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় তার বাবাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন ।সেই অভিযোগের ভিত্তিতে এফ আই আর করেছে পুলিশ। কিন্তু মুকুল রায়ের নিস্তব্ধে কলকাতা থেকে দিল্লি উড়ে যাওয়ার বিষয়টি শাসকদলের দুই নেতা জানতেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার কার ফোন পাওয়ার পর তিনি দিল্লি উড়ে গেলেন তা জানতে এখন মরিয়া এ রাজ্যের গোয়েন্দারা। ইতিমধ্যে মুকুল রায় অপহরণ হয়েছেন এই অভিযোগের দরুন বিধাননগর কমিশনারেটের পুলিশের একটি দল দিল্লি রওনা দিয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে বর্তমানে মুকুল রায় সেফ হাউসে রয়েছেন । এদিন শুভ্রাংশু বলেন, “পুলিশের মাধ্যমে বাবার সঙ্গে কথা হয়েছে। এখনও অবধি দু’বার কথা হয়েছে। আমি তাঁর থেকে জানতে চেয়েছিলাম, সাংবাদিকদের তিনি বলেছেন আমাকে জানিয়ে দিল্লি আসার কথা! সেটা কী ঠিক? বাবা জানিয়েছেন যে তিনি আমাকে বা পরিরারের কাউকে জানিয়ে দিল্লি আসেননি। আমি জানতে চেয়েছি, তুমি যেটা করছ, সেটা সজ্ঞানে করছ তো? জবাবে বাবা বলেন, হ্যাঁ!”