কলকাতা

কুঁদঘাট স্টেশনে আপ লাইনে ঝুলন্ত কেবল থেকে বিপত্তি, ব্যাহত মেট্রো পরিষেবা

কুঁদঘাট স্টেশনে কেবল আচমকাই ঝুলে যাওয়ার ফলে ব্যাহত হল মেট্রো চলাচল। রবীন্দ্র সদন থেকে বন্ধ মেট্রো পরিষেবা। আপাতত মেট্রো চলছে নোয়াপাড়া থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো।