কলকাতা

পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়ার উপর কোনও স্থগিতাদেশ দিলো না কলকাতা হাইকোর্ট

পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়ার উপর কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট । রাজ্যের তরফে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছিল পাঁচিল দেওয়ার যে কাজ কমিটির নির্দেশে শুরু হয়েছে ২৭ সেপ্টেম্বর থেকে তার উপর স্থগিতাদেশ আরোপ করুক কলকাতা হাইকোর্ট । কিন্তু প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ রাজ্যের এই আবেদন আগামীকাল ফের শুনবে । আজ রাজ্যের তরফে পাঁচিল দেওয়ার কাজ বন্ধ করার আবেদন জানানো হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । সেই মর্মে শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, “বিক্ষুব্ধ জনতার হাত থেকে আইন-শৃঙ্খলা বাঁচাতে সমস্যায় পড়ছে পুলিশ । আপাতত বিক্ষোভ সামলানো গিয়েছে কিন্তু আগামীকাল কী হবে নিশ্চিত নয় পুলিশ ।” তখন প্রধান বিচারপতি রাজ্যের এই বক্তব্যের প্রত্যুত্তরে বলেন, “বিক্ষুব্ধ জনতা আইনের উপরে গিয়ে কথা বলবে তা হতে পারে না । যেটা পুলিশের করণীয় সেটা তারা না করতে পারলে আমরা করব ।”পাশাপাশি পরিবেশ আদালত পৌষমেলা বন্ধের নির্দেশ দিলেও এই ব্যাপারে আজ প্রধান বিচারপতি মন্তব্য করেন, “পরিবেশ আদালত পৌষমেলা বন্ধের নির্দেশ দিলেও হাইকোর্টের ক্ষমতা আছে তা পুনর্বিবেচনা করার । কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা এবং শান্তিনিকেতনের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ । পৌষমেলার একটা ইতিহাস আছে, বিশ্বভারতী চাইলেও তা বন্ধ করতে পারে না ।” এদিকে বিশ্বভারতীর ঘটনায় হাইকোর্ট চার সদস্যবিশিষ্ট যে কমিটি গঠন করে দিয়েছিল সেই কমিটি থেকে অব্যাহতি চাইলেন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত।