কলকাতা

আজও বৃষ্টির পূর্বাভাস

গতকাল রাতে মরশুমের প্রথম কালবৈশাখীতে ভিজেছে শহর। তার জেরে এক ধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে। আজও কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই মেঘলা আকাশ শহরের। তাপমাত্রা আগের থেকে কমলেও ভ্যাপসা গরম রয়েই গিয়েছে। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ শুরু হয় বর্ষণ। বিকেল থেকেই মেঘাচ্ছন্ন ছিল আকাশ। বিকেল থেকে মেঘের ঘনঘটা বাড়তে শুরু করে। সন্ধে থেকেই শুরু হয়েছিল মেঘের গর্জন। শেষ পর্যন্ত রাত সাড়ে ১০টা থেকে শুরু হয় ঝোড়ো হাওয়া আর বজ্রপাত। তারপরেই স্বস্তির বৃষ্টি। ১৪১ দিন পর বৃষ্টিতে ভিজল শহর। তার জেরে তারমাত্রার পারদ অনেকটাই কমেছে। শুক্রবারেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকাল কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনায় কয়েকটি জায়গায় ঘণ্টায় ৬৪ কিলোমিটার বেগে কালবৈশাখী আছড়ে পড়েছিল। অন্যদিকে কলকাতার উপর দিয়ে কালবৈশাখী বয়ে গিয়েছে ঘণ্টায় ৪৮ কিলোমিটার বেগে। আগেই অবশ্য বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছি। আজও সেরকমই সতর্কতা জারি করা হয়েছে।