কলকাতা

আজ মরসুমের শীতলতম দিন, কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

গত সপ্তাহ থেকে শুরু হয়েছিল পারদপতন। এ সপ্তাহেও তা অব্যাহত। কলকাতার তাপমাত্রা এক লাফে নেমে গেল ১১ ডিগ্রিতে। যা কার্যত রেকর্ড। গত সপ্তাহ থেকেই অনেকটা কমছে তাপমাত্রা। তবে পরিসংখ্যানের হিসেব বলছে আজ মরসুমের শীতলতম দিন। যা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।  জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদিও সোম-মঙ্গলবার ১২ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রা এ পূর্বাভাস আগেই ছিল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ থাকবে পরিষ্কার। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমে হবে ২২.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নামবে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকেও ৪ ডিগ্রি কম।  তবে শুধু কলকাতা নয়। রেকর্ড পারদ পতনে কাঁপছে রাজ্যের জেলাগুলিও। কৃষ্ণনগর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ার মতো শহরেও অনেকটা কমেছে তাপমাত্রা। দার্জিলিঙে ২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা।