রেশন ‘দুর্নীতি’কাণ্ডে গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা ভাল নয় বলেই দাবি করলেন খোদ মন্ত্রী। শুক্রবার ইডি হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সে সময়ই নিজের শারীরিক অবস্থা নিয়ে যা মন্তব্য করলেন জ্যোতিপ্রিয়, তা রীতিমতো আশঙ্কার। জ্যোতিপ্রিয় বলেন, ”আমার শরীরটা খুব খারাপ। আমার বাম হাত ও পা দুটি প্রায় প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে। শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার। আমি আপনাকে বলছি আমি হাসপাতালে যাচ্ছি। সুচিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি। আমি ফিরে আসব। আপনাদের সঙ্গে ১৩ তারিখ দেখা হবে। ব্যাঙ্কশাল কোর্টে দেখা হবে।”