বিদেশ

মিসাইল হানায় ধ্বংস ইরানের ৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, দাবি ইজরায়েলের

বৃহস্পতিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলায় ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে বলে দাবি করেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, ইজরায়েলি সেনা হত্যা করেছে ইরাক সামরিক বাহিনীর এক কমান্ডারকে। শুক্রবার এক বিবৃতিতে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে রাজধানী তেহরান সহ ইরানের একাধিক শহরে একযোগে হামলা চালিয়েছে ইজরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) ৫০টি সামরিক বিমান। প্রায় ১২৫ মিনিটব্যাপী বিমান অভিযান চালিয়েছে বাহিনী। সেই অভিযানে ধ্বংস করা হয়েছে তিনটি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র। একই অভিযানে নিহত হয়েছেন ওই কমান্ডারও। নিহত ওই কমান্ডার ধ্বংস হওয়া উৎক্ষেপণ কেন্দ্রগুলোর মধ্যে কোনও একটিতে ছিলেন এবং ‘ক্ষেপণাস্ত্র ছোড়ার’ প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এই ক্ষেপণাস্ত্রকেন্দ্র গুলো কোথায় অবস্থিত, সেই বিষয়ে কোনও তথ্য দেয়নি ইজরায়েল। তেমনি নিহত ওই কমান্ডারের নাম-পরিচয়ও জানা যায়নি।