জেলা

একটানা বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ায় চন্দ্রকোনা, ঘাটাল সহ গড়বেতায় ভয়াবহ বন্যা, ঘরছাড়া কয়েকশো মানুষ

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়। শিলাবতী নদীর জলে প্লাবিত গড়বেতা-১ নং ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েত ও গড়বেতা-২ নং ব্লকের ৩টি গ্রাম পঞ্চায়েত। বন্যা পরিস্থিতি চন্দ্রকোনা-সহ ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায়। নদীর জলস্তর বেড়ে যাওয়াতে জলের তলায় চলে গিয়েছে একাধিক বাঁশ ও কাঠের সেতু। তাতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। অপরদিকে, জল বেড়ে যাওয়াতে নদীবাঁধ মেরামতের কাজ বন্ধ হয়ে গিয়েছে। জলের তলায় মেশিনপত্র। বাঁধ ভাঙার আশঙ্কায় নদীপাড়ের বাসিন্দাদের। একাধিক সেতু এবং রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিঘার পর বিঘা জমি প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকায় উদ্ধারকাজে নেমেছে এসডিআরএফ (SDRF) এবং এনডিআরএফ (NDRF)- এর একটি দল।