মুম্বাই বিমানবন্দরে দুবাই ভ্রমণকারী তিন ভারতীয় যাত্রীর কাছ থেকে উদ্ধার করল ৪,৯৭,০০০ মার্কিন ডলার। তিনজনকেই গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাস্টমস। , এদিন মুম্বাই থেকে দুবাই উড়ে যাওয়ার কথা ছিল বিমান ফ্লাই দুবাই ফ্লাইট এফজেড ৪৪৬-র। বিমান ছাড়ার আগে চলছিল লাগেজ চেকিংয়ের কাজ। তখনই মুম্বাই এয়ার ইনভেস্টিগেশন ইউনিট তিনজন ভারতীয় যাত্রীর একটি পরিবারকে আটক করে। ৩জন যাত্রীরই লাগেজ পরীক্ষা করে ৪,৯৭,০০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার মুদ্রার ভারতীয় মূল্য় প্রায় ৪.১ কোটি।আটক তিন যাত্রীকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।