কলকাতা

উচ্চ মাধ্যমিকে ট্রেন পরিষেবা নিয়ে উদ্বেগ! জেলায় জেলায় ডিএম-দের কড়া নির্দেশ নবান্নের

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ট্রেন পরিষেবা নিয়ে এবার উদ্বিগ্ন নবান্ন। রাজ্যের কিছু জায়গায় আগামিকাল ট্রেনের পরিষেবা ব্যাহত হতে পারে। তাই জেলাশাসকদের বিশেষ নির্দেশ দিল নবান্ন। নবান্নের তরফে জেলাশাসকের জানানো হয়েছে বেশ কিছু পদক্ষেপের জন্য।

নির্দেশে জেলাশাসকের জানানো হয়েছে,

১) ট্রেন পরিষেবা ব্যাহত হলে ডিআরএমদের সঙ্গে যোগাযোগ রাখবেন।

২) বিকল্প ব্যবস্থা হিসাবে পরিবহণ ব্যবস্থা অতিরিক্ত করে ব্যবস্থা করে রাখুন।

৩) দরকার পড়লে সংশ্লিষ্ট রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করুন,

৪) পরীক্ষার্থীদের সুবিধার্থে সতর্কতামূলক পদক্ষেপ নিতে জেলাশাসকদের নির্দেশ নবান্নের।

৫) ট্রেন পরিষেবার ওপর আমরা নজর রাখছি। আপনারা বিকল্প ব্যবস্থা করে রাখুন পরিবহন মাধ্যমে।