নামিবিয়া থেকে ভারতে আসার ৭ মাসের মধ্যে মারা গেল একটি স্ত্রী চিতা৷ সোমবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হয়েছে সাশা নামের চিতাটির৷ মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে কিডনি বিকল হয়ে মারা গিয়েছে চতুষ্পদটি৷ প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর এই জাতীয় উদ্যানে যে ৮ টি চিতা মুক্ত করেন, তাদের মধ্যে একটি ছিল সাশা৷ কর্তৃপক্ষ জানিয়েছে গত ২২ জানুয়ারি পর্যবেক্ষক দলের নজরে তাকে অসুস্থ বলে মনে হয়৷ তার পর চিতাটিকে পরীক্ষা করেন তিন জন পশু চিকিৎসক যাঁরা চিতাদের দেখভালের জন্যই নিযুক্ত ছিলেন৷ সাশার রক্ত পরীক্ষায় কিডনির সমস্যা ধরা পড়ে৷ তবে ভারতে আসার আগেই সাশা অসুস্থ ছিল বলে জানা গিয়েছে৷ নামিবিয়াতেও তার রক্ত পরীক্ষা করা হয়েছিল৷ সে সময়ও ক্রিয়েটিনাইনের চড়া মাত্রা ধরা পড়ে রক্তের নমুনায়৷ গত বছর সেপ্টেম্বরে ২৪ ঘণ্টা সময় ধরে নামিবিয়া থেকে ভারতের গ্বালিয়র শহরে পৌঁছয় সাশা-সহ মোট ৮ চিতা৷ তার পর আরও আধঘণ্টা যাত্রা করে পৌঁছয় কুনো অভয়ারণ্যে৷ চিতা বিলুপ্ত হয়ে যাওয়ার ৭০ বছর পর কেন্দ্রীয় সরকারের তরফে এই উদ্যোগে চিতার সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হয়৷