দেশ

ইউক্রেন থেকে আসা ডাক্তারি পড়ুয়াদের ইনটার্নশিপের সুযোগ, জানাল এনএমসি

ইউক্রেন থেকে ভারতে ফিরছেন হাজার হাজার মেডিক্যাল পড়ুয়া ৷ এই মুহূর্তে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত ৷ এমন পরিস্থিতিতে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা এনএমসি তাঁদের জন্য সুখবর ঘোষণা করল ৷ শুক্রবার, ৪ মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে জাতীয় মেডিক্যাল কমিশন এই পড়ুয়াদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরের পড়াশোনা করছিলেন চিকিৎসক পড়ুয়ারা ৷ কোভিড বা বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তাঁরা হয়তো ইনটার্নশিপ শেষ করতে পারেননি ৷ সেই ইনটার্নশিপ তাঁরা ভারতে শেষ করার সুযোগ পাবেন ৷ এর জন্য পড়ুয়াদের একটি স্ক্রিনিং টেস্টে পাশ করতে হবে ৷ এনএমসি জানিয়েছে, তারা মেডিক্যাল পড়ুয়াদের এই মানসিক চাপ বুঝতে পারছে এবং তাই এই সিদ্ধান্ত ৷ পড়ুয়াদের ‘ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন’-এর ‘ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগজামিনেশন’ পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক ৷ সব রকম যোগ্যতা থাকলে তাঁরা ভারতে ইনটার্নশিপের জন্য আবেদন করতে পারবেন ৷ রাজ্যের মেডিক্যাল কাউন্সিল 12 মাস অথবা একটি নির্দিষ্ট সময়ের জন্য তাঁদের এই আবেদনপত্রে ছাড়পত্র দেবে ৷