জেলা

‘গত ৩৬ ঘণ্টায় কোনও অশান্তি হয়নি, খুলছে দোকানপাট, ছন্দে ফিরছে মুর্শিদাবাদ’, দাবি পুলিশের

শান্তি ফিরেছে মুর্শিদাবাদে। অশান্তি বিধ্বস্ত সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান এলাকায় নতুন করে আর অশান্তির খবর আসেনি। সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। এলাকায় রুটমার্চ করছে সিআরপিএফ, বিএসএফ, পুলিশ। এদিন কলকাতার ভবনী ভবন থেকে সাংবাদিক বৈঠক করেছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তিনি জানান, গত ৩৬ ঘণ্টায় কোনও অশান্তি হয়নি জঙ্গিপুরে। ঘরছাড়ারা ধীরে ধীরে ঘরে ফিরে আসছেন। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মুর্শিদাবাদে গিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কোনওরকম গুজবে কান না দিতে তিনি অনুরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে তিনিও জানিয়েছেন। গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের একাধিক জায়গায় অশান্তি দেখা যায়। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ, অশান্তি ক্রমশ ছড়াতে থাকে। আতঙ্কে বহু মানুষ ঘরছাড়া হন। পরিস্থিতির গুরুত্ব আঁচ করে রাজ্যের তরফে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত বিএসএফ, সিআরপিএফ এলাকায় যায়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুর্শিদাবাদ যান। পুলিশ ও বিএসএফ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠকও করেন। পুলিশ-প্রশাসন শক্ত হাতেই বিষয়টি আয়ত্তে আনার চেষ্টা করছে। সেই কথাও জানানো হয়। তারপর থেকেই বিভিন্ন এলাকায় বিশাল পরিমাণে পুলিশ, র‍্যাফ, সিআরপিএফ, বিএসএফ টহল দেওয়া শুরু হয়।রবিবার থেকে নতুন করে আর কোনও অশান্তি ছড়ায়নি। ওইসব এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। গুরুত্ব বুঝে পার্শ্ববর্তী মালদহ এবং বীরভূম জেলার একাধিক জায়গায় মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে বলে খবর।