দেশ রাজনীতি

কালীঘাটের ভোটার তালিকায় পিকে-এর নাম, বিহারে প্রশান্ত কিশোরকে শো’কজ নোটিশ নির্বাচন কমিশনের

 নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে জন সুরাজ প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক বিশ্লেষক থেকে রাজনীতিক হয়ে ওঠা প্রশান্ত কিশোর–এর বিরুদ্ধে ব্যবস্থা নিল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন তাঁর নামে দুই রাজ্যে-বিহার ও পশ্চিমবঙ্গে-ভোটার হিসেবে নাম নথিভুক্ত থাকার অভিযোগে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশান্ত কিশোরকে তিন দিনের মধ্যে লিখিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে। এই সময়সীমার মধ্যে তিনি যদি স্পষ্টভাবে উত্তর না দেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে কমিশনের সূত্রে জানা গেছে। বিহারের কারগাহার বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার-এর তরফে পাঠানো নোটিশে বলা হয়েছে, “২০২৫ সালের ২৮ অক্টোবর প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী দেখা গেছে, আপনার নাম বিহার ও পশ্চিমবঙ্গ-দুই রাজ্যেরই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী, একজন নাগরিক কেবলমাত্র একটি বিধানসভা কেন্দ্রের ভোটার হতে পারেন। তাই তিন দিনের মধ্যে আপনি লিখিতভাবে জানাবেন, কিভাবে আপনার নাম একাধিক নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।”সংবিধান অনুযায়ী, একজন নাগরিকের নাম একাধিক রাজ্যের বা আসনের ভোটার তালিকায় থাকা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার আইডি বাতিল হওয়ার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রশান্ত কিশোর এখনও এবিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে জন সুরাজ দলের এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা নোটিশ পেয়েছি এবং আইন অনুযায়ী উত্তর দেওয়া হবে। এটি সম্ভবত প্রশাসনিক ত্রুটির ফল, প্রশান্ত কিশোর কখনও একাধিক আসনে ভোটার হিসেবে নিজেকে নিবন্ধিত করেননি।”