এবার বছর শেষের আগেই RO ওয়াটার পিউরিফায়ার নিষিদ্ধ করার জন্য নেটিস জারি করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। এনজিটির চেয়ারপার্সন বিচারপতি আদর্শকুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ এই মর্মে পরিবেশ ও বনমন্ত্রককে নির্দেশ দিয়েছে। জনস্বাস্থ্য এবং পরিবেশের কথা মাথায় রেখে অনেক আগেই এনজিটি আর-ও নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর করার জন্য চলতি বছরের জানুয়ারিতে বনমন্ত্রক চার মাস সময় চায়। কিন্তু লকডাউনের কারণে ওই ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়নি।


