দেশ

RO ওয়াটার পিউরিফায়ার নিষিদ্ধ করার নোটিস

এবার বছর শেষের আগেই RO ওয়াটার পিউরিফায়ার নিষিদ্ধ করার জন্য নেটিস জারি করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। এনজিটির চেয়ারপার্সন বিচারপতি আদর্শকুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ এই মর্মে পরিবেশ ও বনমন্ত্রককে নির্দেশ দিয়েছে। জনস্বাস্থ্য এবং পরিবেশের কথা মাথায় রেখে অনেক আগেই এনজিটি আর-ও নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর করার জন্য চলতি বছরের জানুয়ারিতে বনমন্ত্রক চার মাস সময় চায়। কিন্তু লকডাউনের কারণে ওই ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়নি।