কলকাতা

সরকারি ফ্ল্যাট ছাড়তে শুভেন্দুকে নোটিস

শুভেন্দু মন্ত্রীত্ব ছেড়েছেন নভেম্বরে, তৃণমূল ছেড়েছেন ডিসেম্বরে। কিন্তু এখনও দিব্যি সরকারি ফ্ল্যাট আটকে রেখেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ৪/৩ সল্টলেকের শ্রাবণী আবাসনে ফ্ল্যাট রয়েছে শুভেন্দুর, মন্ত্রী হওয়ার পর আবেদনের ভিত্তিতে সেই ঘর পেয়েছিলেন তিনি। কিন্তু এখন তিনি মন্ত্রী নন, তাই অবিলম্বে সেই ফ্ল্যাট ছাড়তে নোটিশ দিচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অবিলম্বে সেই ফ্ল্যাট ছাড়তে আগামী সপ্তাহের মধ্যেই নোটিশ দেবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। শুধু শুভেন্দু নন, রাজ্যে মন্ত্রী থাকাকালীন নিজের এক ঘনিষ্ঠের জন্যও আরও একটা ফ্ল্যাট বাগিয়েছিলেন তিনি। এবার সেই ফ্ল্যাটও ছেড়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। রাজ্যের যত সরকারি আবাসন রয়েছে, তার মধ্যে শ্রাবণীর ফ্ল্যাট বিলাসবহুল। এই ফ্ল্যাটগুলিতে তিনটি করে কামরা রয়েছে, যেগুলির আয়তন প্রায় দু’হাজার স্কোয়ার ফুটের কাছাকাছি। এছাড়াও অন্যান্য সরকারি আবাসনের তুলনায় আয়তনে অনেকটাই বড় হয় শ্রাবণীর ফ্ল্যাট। এই এলাকায় শুধু শুভেন্দু নয়, রয়েছে বাম কৃষক নেতা হান্নান মোল্লার ফ্ল্যাট, সেটিও ছেড়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে বলে পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে।