আগামী ১ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল ওড়িশা সরকার ৷ শনি ও রবিবার আগের মতোই পূর্ণ লকডাউন থাকছে ৷ এদিকে সোম থেকে শুক্রবার নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে । সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, এর মধ্যে বিয়ের অনুষ্ঠান করলে সর্বাধিক ২৫ জন তাতে অংশ নিতে পারবেন ৷ সরকারি অফিসে ১০ শতাংশ কর্মচারী এবং বেসরকারি অফিসগুলিতে ৩৩ শতাংশ কর্মী নিয়ে কাজ করার অনুমতি দিয়েছে রাজ্য । সরকারের তরফে জানানো বলেছে, গ্রামীণ এলাকাগুলিতে বাড়ি বাড়ি করোনা সংক্রমণ সংক্রান্ত সার্ভে চালানো হবে । সোম থেকে শুক্র নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ-মাংস, ডিম এবং দুধ ও খাবারের দোকান সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ হকারদের নিজেদের মধ্যে ন্যূনতম ৩০ ফুট দূরত্ব বজায় রেখে ব্যবসা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোকানদার এবং ক্রেতাদের সামাজিক দূরত্ব এবং মাস্কের ব্যবহারের মতো বিধি-নিষেধ মেনে চলতে হবে ৷ পাশাপাশি প্রাত্যহিক এবং সাপ্তাহিক হাটের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷