দেশ

‘পদত্যাগ করুন রেলমন্ত্রী,’ এবার দাবি অন্দরেই! বিস্ফোরক টুইট বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী

ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনায় এবার রেলমন্ত্রীর পদত্যাগ দাবি উঠল বিজেপির অন্দরেই। মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০০ জনের। আহত হয়েছে হাজারের কাছাকাছি মানুষ। এরপরেই বিরোধী শিবির-সহ সাধারণ মানুষের মধ্যে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে বার বার। এবার একই দাবি উঠল খোদ কেন্দ্রের বিজেপি সরকারের মধ্যেই। “প্রধানমন্ত্রীর তাঁর মেরুদণ্ডহীন চেলাদের মন্ত্রী করায় বিখ্যাত, তার মূল্য তাঁকে দিতে হচ্ছে”, এই মর্মে এবার একটি বিস্ফোরক ট্যুইট করেছেন বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এই ট্যুইট ঘিরেই তুমুল শোরগোল পরে গিয়েছে বিজেপির অন্দর ও বাইরে। তাঁর ট্যুইটে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেন,’ প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়াই রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ট্যুইটে মণিপুরে অশান্তির ঘটনাতেও প্রধানমন্ত্রীকে নিশানা করে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর কথায়, “সেখানেও তাঁর অযোগ্য চেলাকে প্রধান হিসেবে নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী, আর তারই খেসারত দিতে হচ্ছে আজ।” এভাবেই দ্বর্থহীন ভাষায় ট্যুইটে একের পর এক তোপ দাগেন স্বামী। সব মিলিয়ে বিজেপির অন্দরেই যেভাবে প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হলেন খোদ পদ্ম শিবিরের নেতা সুব্রহ্মণ্যম স্বামী তাতে যে পদ্ম শিবির রীতিমতো অস্বস্তিতে তা বলার অপেক্ষা রাখে না।