দেশ

ওড়িশায় বালেশ্বরে রেল দুর্ঘটনায় আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে সুপ্রিমকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

করমণ্ডল দুর্ঘটনার পিছনে প্রকৃত সত্য উদঘাটনে আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। রবিবার সর্বোচ্চ আদালতে ওই জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি। আর্জিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টেরই অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে তদন্ত চালানো হোক। যাত্রীদের নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নেওয়ার পরিকল্পনা রয়েছে, তা নিয়েও দুই মাসের মধ্যে রেলমন্ত্রককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হোক। উল্লেখ্য, গত ২ জুন শুক্রবার সন্ধেয় ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে চেন্নাইয়ের দিকে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস। ইতিমধ্যেই দুর্ঘটনায় ২৯৪ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন আরও ৫৬ জন। রেলের অভ্যন্তরীণ তদন্তে সিগন্যাল ব্যবস্থার গাফিলতির বিষয়টি উঠে এসেছে। যদি্ও বিশেষজ্ঞরা তা মানতে নারাজ। ঢাকঢোল পিটিয়ে দুর্ঘটনা এড়ানোর জন্য বিশেষ প্রযুক্তি ‘কবচ’ চালু করা হলেও দুর্ঘটনাগ্রস্ত রুটে ওই প্রযুক্তি ছিল না বলে জানিয়েছে রেল মন্ত্রক।