জেলা

চুঁচুড়ায় মুখ বন্ধ পরিত্যক্ত বস্তা থেকে উদ্ধার বৃদ্ধা

হুগলিতে উদ্ধার হল বস্তাবন্দি জ্যান্ত মানুষ। শুনতে অবিশ্বাস্য লাগলেও শনিবার এমনই ঘটনার সাক্ষী হল হুগলির চুঁচুড়ার বাসিন্দারা। একবারে জি.টি রোডে বস্তার ভিতর থেকে উদ্ধার হলেন এক জীবিত বৃদ্ধা। শনিবার রাতে চুঁচুড়া প্রিয়নগর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চুঁচুড়া থানার পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন বৃদ্ধা। পুলিশ জানায়, চুঁচুড়া প্রিয়নগর এলাকায় জিটি রোডের ধারে বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়। হিন্দীভাষী ওই বৃদ্ধা জানিয়েছেন, তাঁর নাম অন্ন কুমারী। উত্তর ২৪ পরগনার অশোকনগরে তাঁর বাড়ি। তবে অশোকনগর থেকে চুঁচুড়ার প্রিয়নগরে কী ভাবে তিনি এলেন, কে তাঁকে বস্তাবন্দি করে ফেলে দিয়ে গিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি। বাড়িতে কে কে রয়েছে, সেটাও ঠিকমতো বলতে পারছেন না। তাঁর কথায় অসঙ্গতি রয়েছে। আপাতত বৃদ্ধাকে চিকিৎসার জন্য ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ।