দেশ

ওমিক্রম জের, আজ থেকে ২দিনের জন্য মুম্বইয়ে ১৪৪ ধারা জারি করল মহারাষ্ট্র সরকার

ভারতে বাড়ছে ওমিক্রম আক্রান্তের সংখ্যা। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যাতেও বাকি রাজ্যগুলোকে ছাড়িয়ে চলে যাচ্ছে মহারাষ্ট্র। দেশে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩২। এর মধ্যে ১৭টি কেস মহারাষ্ট্রের। পরিস্থিতি বেগতিক দেখে আজ থেকে ২দিনের জন্য মুম্বইয়ে ১৪৪ ধারা জারি করল মহারাষ্ট্র সরকার। আজ শনিবার ও আগামীকাল রবিবার ১৪৪ ধারা জারি থাকায় কোনওরকম জমায়েত করা যাবে না।  এছাড়া থাকাছে একাধিক কড়া বিধিনিষেধও। উল্লেখ্য, এই মুহূর্তে মহারাষ্ট্রে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৭। তার মধ্যে রয়েছে এক সাড়ে তিন বছরের শিশুও।