জেলা

জলপাইগুড়ি স্টেশনে ট্যাঙ্কে জল মাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক সেনা জওয়ান, জখম আরও ৪

ট্যাঙ্কে জল মাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের। ঘটনায় আহত হয়েছেন আরও ৪ সেনা জওয়ান। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে সকাল ৯টা নাগাদ একটি সেনা ট্রেলার পৌঁছয়। সেই সময় ওই ট্রেলারে থাকা জলের ট্যাঙ্কে কতটা জল আছে তা মাপতে ওঠেন এক সেনা জওয়ান। কিন্তু দাঁড়িয়ে থাকা ট্রেলারের উপরে ওভারহেডের তার ছিল তা খেয়াল করেননি তিনি। আচমকা ওই তারে হাত দিয়ে ফেলেন, ফলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন সেনা জওয়ান। তাঁর সঙ্গে বিদ্যূৎস্পৃষ্ট হন আরও ৪ জন সেনা। তড়িঘড়ি চিকিৎসার জন্য ৫ জনকে রেলের হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রেল সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম মনীশ মেহতা। ৩৪ বছর বয়স তাঁর। বাকি ৪ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রেল হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছেন রেল এবং রেলপুলিশের আধিকারিকরা। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।