কলকাতা

রাজারহাটের এক আবাসন থেকে উদ্ধার বার ডান্সারের দেহ, লিভ-ইন পার্টনারকে আটক করল পুলিশ

রাজারহাট রোডের নারায়ণপুর থানা এলাকার একটি আবাসন থেকে এক যুবতীর দেহ উদ্ধার।  পেশায় তিনি ডান্সার। ওই যুবতীর লিভ ইন পার্টনারকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতার নাম স্বেতা রানি(৩০)। তাঁর বাড়িপঞ্জাবের জলন্ধরে। দিল্লির এক যুবক মহেশ জয়সওয়ালের সঙ্গে তিন বছর ধরে নারায়ণপুরের জগারডাঙ্গা এলাকার একটি আবাসনে ভাড়া থাকতেন তিনি, প্রাথমিকভাবে উঠে এসেছে এই তথ্য। কাজ করতেন একটি বারে। মহেশ পুলিশকে জানান, শনিবার রাতে তিনি ফ্ল্যাটে ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। এরপর একাধিকবার তিনি স্বেতাকে ডাকাডাকি করেন। কিন্তু, কেউ ফ্ল্যাটের দরজা খোলেননি। শেষমেশ দরজা ভেঙে ভেতরে ঢুকলে ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাঁকে ভি আই পি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরবর্তীতে স্বেতাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর খবর দেওয়া হয় পুলিশে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে, স্বেতা রানি ডিভোর্সি ছিলেন। সম্পর্ক বিচ্ছেদের পরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরে তাঁর আলাপ হয় মহেশের সঙ্গে। তাঁর সঙ্গেই দীর্ঘদিন লিভ ইন রিলেশনশিপে ছিলেন তিনি। মহেশকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।