দিঘার মোহনার কাছে উল্টে গেল একটি মাছবোঝাই ট্রলার। মোহনার কাছে চড়ায় ধাক্কা লেগে উল্টে যায় ট্রলারটি। তারপর ধীরে ধীরে তা ডুবে যায়। এই দুর্ঘটনায় এক মত্স্যজীবীর মৃত্যু হয়েছে। ঘটনার পরেই ওই মত্স্যজীবী নিখোঁজ হয়ে যান। পরে শঙ্করপুর থেকে উদ্ধার হয়েছে ওই মত্স্যজীবীর দেহ। জানা গিয়েছে, মহামায়া নামের একটি ট্রলারে করে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন ৮ মত্স্যজীবীর একটি দল। মাছ ধরে মঙ্গলবার ফিরছিলেন তাঁরা। ফেরার সময় সন্ধেবেলা দিঘা মোহনার কাছে আসার পরে একটি অগভীর চড়ায় ধাক্কা লাগে ট্রলারটির। সঙ্গে সঙ্গে তা উল্টে যায়। ট্রলার উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঝাঁপ মারেন মত্স্যজীবীরা। ৭ জন সাঁতরে পাড়ে উঠলেও একজন তলিয়ে যান বলে খবর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দিঘা মোহনা থানা ও কোস্ট গার্ডে। ওই মত্স্যজীবীর খোঁজে শুরু হয় তল্লাশি। অনেক চেষ্টা করেও ওই মত্স্যজীবীর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সকাল ৯টা নাগাদ জোয়ারে ওই মত্স্যজীবীর দেহ শঙ্করপুরে পাড়ে এসে ঠেকে। তারপরেই তাঁর দেহ উদ্ধার করে দিঘা মোহনা থানা ও কোস্ট গার্ডে খবর দেন স্থানীয়রা।