নেপাল পুলিসের গুলিতে ফের জখম হলেন এক ভারতীয়। তাঁর নাম জিতেন্দ্রকুমার সিং। বাড়ি বিহারের ফতেপুর থানার অন্তর্গত মাফিয়াতোলায়। শনিবার রাতে গোরু নিয়ে ফেরার সময় তিনি ‘নো ম্যান্স ল্যান্ড’-এ ঢুকে পড়েছিলেন। তখন তাঁকে গুলি করা হয়। এর আগে গত ১২ জুন ভারত-নেপাল সীমান্তের সীতামারি জেলায় নেপালি পুলিসের গুলিতে প্রাণ হারিয়েছেন এক ভারতীয়। জখম হয়েছিলেন আরও ২ জন। প্রতীকী ছবি।