দেশ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত সমগ্র উত্তরাখণ্ড, মৃত ৩, নিখোঁজ ৮

টানা বৃষ্টিতে বিপর্যস্ত সমগ্র উত্তরাখণ্ড। সোমবার মেঘভাঙা বৃষ্টির জেরে সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ গ্রামের আরও আটজন বাসিন্দা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার মাডকট গ্রামে। এই প্রসঙ্গে জেলাশাসক ভি কে যোগদান্দে বলেছেন, ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধার অভিযান। কয়েকদিন ধরে সমগ্র উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাত চলছে। এর জেরে ইতিমধ্যেই স্থানীয় গোরি নদীর জল বিপদসীমার উপর থেকে বইতে শুরু করেছে। নদী লাগোয়া মনসুয়ারি এলাকার জনজীবন বিপর্যস্ত। সেখানকার পাঁচটি বাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। জেলাশাসক জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে জেরে তাঁরা তো সহায় সম্বলহীন হয়ে পড়লেন। ক্ষতিগ্রস্তদের প্রত্যেককেই আর্থিক সহায়তা প্রদান করবে প্রশাসন। সংশ্লিষ্ট এলাকায় গোরি নদী এমনভাবে ফুঁসছে যে জলের তলায় চলে যেতে পারে আরও অনেক বাড়ি।

প্রতীকী ছবি।