বিদেশ

ইরানের তেহরান স্টেশনে হিজাব-বিরোধী প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি, মৃত দুই শিশু সহ ৯

 ইরানে  হিজাব বিরোধী আন্দোলনে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলা। মৃত্যু হল দুই শিশু সহ ৯ জনের। ইরানের নানা অঞ্চলে হিজাব বিরোধী আন্দোলনে নেমেছিল সাধারণ মানুষ। ইজেহ শহরের একটি প্রতিবাদ মিছিলে আচমকাই ঢুকে পড়ে এক বাইক আরোহী। এরপরই সাধারণ মানুষের দিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। ঘটনাস্থলেই পাঁচ বিক্ষোভকারীর মৃত্যু হয়। এই ঘটনার কিছুক্ষণ পর ইরানের আরেকটি শহর ইসফাহানেও একইভাবে হামলা চালানো হয়। দু’টি ঘটনায় মৃত্যু হয় দুই শিশু সহ ৯ জনের। তবে এই হামলাকে সন্ত্রাসবাদীদের কাজ বলে অভিহিত করেছে ইরান প্রশাসন। ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, হিজাব বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে তীব্র দমননীতি নিয়েছে ইরান প্রশাসন। তবুও প্রতিদিন বিপুল সংখ্যক প্রতিবাদী মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে প্রতিবাদ মিছিলের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা।