কলকাতা

ভেঙে পড়ল বিকাশ ভবনের কার্নিশের একাংশ, আহত ৩

আচমকা ভেঙে পড়ল বিকাশ ভবনের কার্নিশের একাংশ। জখম ৩ জন। ক্ষতিগ্রস্ত একটি গাড়ি।  দুপুর গড়াতেই আচমকা দুর্ঘটনা। জানা গিয়েছে, হঠাৎই বিকাশভবনের সামনের দিকের কার্নিশের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় সেখানেই ছিলেন ২ নিরাপত্তারক্ষী। আর এক কর্মী বের হচ্ছিলেন। এই তিনজনই গুরুতর জখম হন। মাথা ফেটে যায় একজনের। দমকলের প্রধান সচিবের গাড়িও ক্ষতিগ্রস্ত হয় চাঙড় পড়ে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় বিকাশ ভবনে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।