দেশে মোদিজির গ্যারান্টি কাজ করছে। চার রাজ্যের মধ্যে তিন রাজ্যে গেরুয়া ঝড় নিয়ে মন্তব্য করলেন বিজেপির প্রবীণ নেতা রমন সিং। তিনি বলেন, ভূপেশ বাঘেল যতই বড়বড় কথা বলুক না কেন তাঁকে প্রত্যাখান করেছে ছত্তিশগড়বাসী। ভূপেশ বাঘেল নানা ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত। মহাদেব অ্যাপের সঙ্গে তাঁর যে যোগাযোগ রয়েছে তাকে তিনি অস্বীকার করতে পারেন না। ছত্তিশগড়ে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে এবিষয়ে রমন সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপি একটি সর্বভারতীয় দল। দলের শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে তাকেই সকলে মেনে নেবে। তিনি নিজেকে দলের একজন কর্মী হিসাবে মনে করেন। দল তাঁকে যে দায়িত্ব দেবে তা তিনি পালন করবেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবং ইন্ডিয়া জোট নিয়ে বিজেপি বিন্দুমাত্র ভাবিত নয় তা এদিন ফের একবার জোর গলায় জানিয়ে দিলেন বিজেপির এই প্রবীণ নেতা।