পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধি অব্যাহত। প্রতিদিনই দামের নিরিখে নয়া রেকর্ড গড়ছে জ্বালানি তেল। সেই ধারা বজায় রেখে শনিবার আরও এক দফা দাম বাড়ল। আজও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। এনিয়ে টানা ৬দিন বাড়ল জ্বালানির দাম। দিল্লিতে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ২৯ পয়সা ও ৩২ পয়সা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দিল্লিতে এক লিটার পেট্রলের নতুন দাম হয়েছে ৮৮ টাকা ৭৩ পয়সা। এক লিটার ডিজেলের দাম হয়েছে ৭৯ টাকা ৬ পয়সা। কলকাতায় পেট্রলের দাম ছাড়িয়েছে ৯০ টাকা। লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ৯০ টাকা ১ পয়সা ও ৮২ টাকা ৬৫ পয়সা। দেশের চারটি মেট্রো শহরের মধ্যে জ্বালানির দাম সবচয়ে বেশি বেড়েছে মুম্বাইয়ে। এখানে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ৯৫ টাকা ২১ পয়সা। ডিজলের নতুন দাম হয়েছে ৮৬ টকা ৪ পয়সা। চেন্নাইয়ে পেট্রলের নতুন দাম ৯০ টাকা ৯৬ পয়সা। চেন্নাইয়ে লিটার প্রতি ডিজলের দাম ৮৪ টাকা ১৬ পয়সা।